ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

ভোলার চরফ্যাশনে বরফকলকে ৪ লাখ টাকা জরিমানা

নিউজ ডেক্স

 প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ০২:৩৮ দুপুর  

ছবি সংগৃহিত

জেলার চরফ্যাশন উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরফ উৎপাদন করার অপরাধে একটি বরফকলকে ৪ লাখ টাকা জরিমানাসহ সীলগালা করা হয়েছে। রোববার রাত সাড়ে ১১ টায় উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন ঘাটে মৎস্য বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বরফকল ম্যানেজার মো: মশিউর রহমানকে ৭দিনের কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে জরিমানা ও জেল প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সালেক মুহিত।

সহকারী কমিশনার (ভূমি) মো: সালেক মুহিত জানান, রাত সাড়ে ১১ টা থেকে রাত সাড়ে ৩ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুশফান্ডে আইস প্লান্ট নামের বরফ কল মালিককে ৪ লাখ টাকা জরিমানা ও এর ম্যানেজারকে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়। একইসাথে বরফকলের সামনে থেকে সমুদ্্রগামী বরফ বোঝাই ৫টি ট্রলার জব্দ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন জেলার সকল বরফকল বন্ধ রাখতে সরকারি নির্দেশনা রয়েছে। এ সময়ে বরফ কলগুলোর বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রাখা হয়েছে। তাই আইন অমান্য করায় বরফকল মালিক মাকসুদুর রহমানকে ৪ লাখ টাকা জরিমানা ও ম্যানেজারকে ৭দিনের দন্ড দেওয়া হয়েছে। এছাড়া জব্দ ট্রলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন বলে জানান তিনি।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন