ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

শ্রীমঙ্গলে আবাসিক হোটেলে ঝুলন্ত লাশ।

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

 প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩, ০৫:৫৭ বিকাল  

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকার নতুন বাজারে একটি আবাসিক হোটেল থেকে নিতাই দাস (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) সকালে মুন আবাসিক হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিতাই দাস সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের বীরেন্দ্র দাসের ছেলে বলে জানায় সূত্র।

আরও পড়ুনঃ কেউ কারও সাইবার নিরাপত্তা দিতে পারবে না: বিটিআরসি চেয়ারম্যান 

হোটেলের রেজিস্টার সূত্রে জানা যায়, নিতাই দাস গত বুধবার (১৮ অক্টোবর) শহরের নতুন বাজার এলাকার মুন আবাসিক হোটেলের ২১৫ নং রুম ভাড়া নিয়ে উঠেছিল।

হোটেলের দায়িত্বে থাকা ম্যানেজার মো. রাকিব মিয়া ওরফে (রতন) জানান, আজ শনিবার (২১ অক্টোবর) সকালে পাশের একটি বিল্ডিং থেকে নিতাইকে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানালে, শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ নামিয়ে উদ্ধার করে।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন


এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, মরদেহ উদ্ধারের পর মৌলভীবাজারে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে