বাংলাদেশ বিমান বাহিনীর ৫০তম এন্ট্রির বিমানসেনাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩, ১০:৪৮ রাত
ছবি সংগৃহীত
বাংলাদেশ বিমান বাহিনীর বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান-এ প্রশিক্ষণরত ৫০তম বিমানসেনা এন্ট্রির প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ১৯ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ শ্রীমঙ্গলে শারদীয় দূর্গা পূজা নির্বিঘ্নে পালনে থানা পুলিশের বিফ্রিং
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ বদরুল আমিন, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্টের সালাম গ্রহণ করেন। এ কুচকাওয়াজের মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ-এর মোট ৩১১ জন প্রশিক্ষণার্থী ০৯ মাস ব্যাপী ট্রেড ট্রেনিং বেসিক কোর্স সম্পন্ন করার গৌরব অর্জন করেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বেসামরিক প্রশাসন এর কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।