ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

নড়াইল-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী বুয়েট  প্রকৌশলী এ এম আব্দুল্লাহর গণসংযোগ

এস এম শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি:

 প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩, ০৯:৫৫ রাত  

নড়াইল-২ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী নড়াইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্র নেতা ও বুয়েট প্রকৌশলী অবসরপ্রাপ্ত লে. কমান্ডার এ এম আব্দুল্লাহ তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। 

বৃহস্পতিবার(১৯ অক্টোবর) বিকালে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে গণসংযোগ ও এক মতবিনিময় সভায় তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা টানা ১৫ বছর রাষ্ট্র পরিচালনায় পদ্মা সেতু, মধুমতি কালনা সেতু, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, রামপাল বিদ্যুৎ কেন্দ্রে মতো বড় বড় প্রকল্প তিনি আমাদের উপহার দিয়েছেন।

আরও পড়ুনঃ গ্ৰাহকের ২০কোটি টাকা নিয়ে উধাও হয়ে ও শেষ রক্ষা হয়নি

মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন,লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক গৌতম কুমার দেওয়ান,আওয়ামীলীগ নেতা সৈয়দ ওমর আলী,বাদশা কাজীসহ আওয়ামীলীগ,যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা । তিনি নৌকা প্রতিকে ভোট চেয়ে আরো বলেন,নারীর ক্ষমতায়ন, দারিদ্র নিরসন,স্বাস্থ্যসেবা, শিক্ষা সামাজিক নিরাপত্তাসহ অসংখ্য ধারাবাহিক কার্যক্রমে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব। এখন লক্ষ্য ২০৪১ সালের উন্নত, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের দিকে। বাংলাদেশের মানুষের আশা ভরসার শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা যাতে টানা চতুর্থবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান সে জন্য কাজ করে যাচ্ছি।