নড়াইলে দুই বছরের সাজা এড়াতে ৮ বছর আত্মগোপনে,অবশেষে গ্রেফতার
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩, ০৬:২২ বিকাল
ছবি সংগৃহীত
নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে চেক জালিয়াতী মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সেলিম শাহী ( ৬০) কে আট বছর পর গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা জেলার তেজগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । সে উপজেলার মল্লিকপুর ইউপির চর মল্লিকপুর গ্রামের মৃত রস্তম শেখ এর ছেলে।
আরও পড়ুনঃ ভোলার মেঘনায় ইলিশ শিকারের অপরাধে ৩ জেলেকে জরিমানা
পুলিশ সূত্রে জানা গেছে, আসামি সেলিম শাহী গত ২০১৫ সালে ৩ লাখ টাকার একটি চেক জালিয়াতি মামলায় ২০১৬ সালে আদালত কর্তৃক দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত হন। এরপর থেকে দীর্ঘ ৮ বছর ধরে তিনি পালাতক রয়েছে। মঙ্গলবার সকালে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির ব্যবহার করে ঢাকা জেলার তেজগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফফতার করে।
এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, চেক জালিয়াতী মামলার গ্রেফতারকৃত আসামিকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।