ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

বগুড়ায় সরকারের উপকার ভোগীদের সঙ্গে মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশ

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৩, ০৭:৪৬ বিকাল  

ছবি সংগৃহীত

জেলায় সরকারের নিরাপত্তা বেষ্টনির আওতায় বিভিন্ন উপকার ভোগীদের সঙ্গে আজ এক মতবিনিময় সভা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকেল ৩টায় উপজেলার গোকুল ইউনিয়নের তমিরুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।

সরকারের  নিরাপত্তা বেষ্টনি “বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধি ভাতা খাদ্যবন্ধব কর্মসূচি, টিসিবি, কঠিন রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা ও আশ্রায়ণ প্রকল্পের গৃহদান“-এর আওতাভূক্ত সদরের গোকুল ইউনিয়নের বিভিন্ন উপকার ভোগীদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ পশ্চিমাদের অবস্থান সাহস যোগাচ্ছে বললেও বিএনপির আন্দোলনে কারো সমর্থন নেই : তথ্যমন্ত্রী

এতে সভাপতিত্ব করেন- সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা  পারভীন। বক্তব্য রাখেন, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।

প্রধান অতিথি রিপু এমপি বলেন- ‘সরকার নিম্ন আয়ের মানুষকে নিরাপত্তা বেষ্টনির মধ্যে আনায় তাদের জীবন মানের উন্নয়ন ঘটেছে। গৃহহীনরা মাথা গোঁজার ঠাঁয় পেয়েছে, সরকারের নিরাপত্তা বেষ্টনির মধ্যে যে সকল সুযোগ-সুবিধা ছিল তা পাচ্ছে। এর আগে কোন সরকার সাধারণ নিম্ন আয়ের মানুষের জন্য এতো কাজ করতে পারেনি। প্রধানমন্ত্রী মুখে যা বলেন তাই করেন। তিনি মানুষর ঘরে-ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। 

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এতে বিএনপির গাত্রদাহ হচ্ছে। আমাদের দেশে সকল ধর্মের মানুষ সম্পীতির সঙ্গে বসবাস করছে। অন্যকোন দল ক্ষমতায় এলে সংখ্যা লঘুদের সম্পত্তি লুট হয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে দেশের মানুষের ভাগ্যের বিপর্যয় ঘটবে। আগামী  নির্বাচনে তাঁর হাতকে শক্তিশলী করতে হলে নৌকা মার্কার বিকল্প নেই।’