নড়াইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩, ১১:০২ রাত
ছবি সংগৃহীত
‘সাদাছড়ি হাতে ধরি স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি”এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৩ পালিত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
আরও পড়ুনঃ নড়াইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সহায়ক উপকরণ ৩টি স্মার্ট সাদাছড়ি, ৫টি হুইল চেয়ার প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়। জেলা সমাজসেবা উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল,জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, পৌর কমিশনার রেজাউল বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।