নড়াইলে সুলতান উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩, ০৭:৩৭ বিকাল
ছবি সংগৃহীত
‘সংস্কৃতি চর্চাই হোক আমাদের সুন্দর আগামীর প্রেরণা’এ শ্লোগানকে সামনে নিয়ে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে চার দিনব্যাপী সুলতান উৎসব-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৭টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিশুদের ছবি আঁকা উৎসবের বিজয়ী শিশুদের পুরস্কার হিসাবে অবিভক্ত বাংলার বৃহত্তর যশোর জেলা বোর্ডের চেয়ারম্যান মুন্সি ওয়ালিউর রহমানের নামে ‘মুন্সী ওয়ালিউর রহমান পদক প্রদান’ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ।
আরও পড়ুনঃ ১৬৫ দিনে কুরআনের হাফেজ ৮ বছরের সাফায়াত
এ সময় উপস্থিত ছিলেন, অবিভক্ত বাংলার বৃহত্তর যশোর জেলা বোর্ডের চেয়ারম্যান মুন্সি ওয়ালিউর রহমান মেয়ে শান্তা ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, এ্যাডঃ রমা রানী রায়, গোলাম মনোয়র কামাল, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের পরিচালক লিজা হাসান ও কর্মকর্তা মুন্সী আসাদুর রহমান প্রমুখ ।
চার দিনব্যাপী এ উৎসবে চিত্র প্রদর্শনী, দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে আর্ট ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের ছবি আঁকা উৎসব ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় শিশু, যুবক-যুবতি ও বিভিন্ন বয়সী মানুষ ভীড় করে।