ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

কটূক্তির প্রতিবাদ করায় পুলিশ সার্জেন্টের স্ত্রীর ওপর হামলা, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩, ০১:২৩ দুপুর  

ছবি সংগৃহীত

বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ঘুরতে গিয়ে কটূক্তির প্রতিবাদ করে কিশোরদের হামলার শিকার হয়েছেন পুলিশ সার্জেন্টের স্ত্রী। হামলায় জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় শুক্রবার রাতে সার্জেন্টের স্ত্রী ‘কিশোর গ্যাং’য়ের ২৫ সদস্যের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন ওসি আনোয়ার হোসেন।হামলার শিকার সিফাত জাহান মীম বরিশাল মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট তৌহিদ মোর্শেদ টুটুলের স্ত্রী।

আরও পড়ুনঃ ঘোষণা ছাড়াই নিয়োগ পরীক্ষা বন্ধ, সড়ক অবরোধ করে বিক্ষোভ

মীম জানান, শুক্রবার সন্ধ্যায় বড়বোন, তাদের ছেলে-মেয়ে এবং কয়েকজন বান্ধবীকে নিয়ে বঙ্গবন্ধু উদ্যানে ঘুরতে গিয়েছিলেন। তাদের সঙ্গে একটি পোষা বিড়ালও ছিল।রাত ৮টার দিকে তারা উদ্যানের হেলিপ্যাড এলাকায় অবস্থান করছিলেন। এর কিছুক্ষণ পরে ২০ থেকে ২৫ জন কিশোর হেলিপ্যাডে এসে একটি কেক কাটে। কেক কাটা শেষে তারা ‘গাঁজা সেবন’ করছিল।

কিছুক্ষণ পরে একটি ছেলে তাদের কাছে গিয়ে বিড়ালটিকে গাঁজা সেবন করাতে উদ্যত হয়। এমন আচরণ দেখে তারা সেখান থেকে চলে আসার সময় কিশোররা অশালীন অঙ্গভঙ্গি ও কটূক্তি করে।

এর প্রতিবাদ করায় মীমকে লাথি, কিল-ঘুষি দিয়ে রাস্তায় ফেলে দেয় এক কিশোর। তখন অন্য দর্শনার্থীরা এসে তাকে উদ্ধার করে।