বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩, ১২:২৬ দুপুর
ছবি সংগৃহীত
জেলায় আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক র্যালি বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ আজ বিশ্ব ডিম দিবস
সভায় প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ। এতে সভাপতিত্ব করেন- জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম কিবরিয়া। সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার সরাফত হোসেন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা রেক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সুরুতজ্জামান প্রমুখ।