ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

নড়াইলে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২

এস এম শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি:

 প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩, ০৫:১৩ বিকাল  

ছবি সংগৃহীত

নড়াইল-মাগুরা সড়কের সদর উপজেলার কাগজীপাড়া এলাকায় ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিঠাপুর গ্রামের নবীর মোল্যার ছেলে মোটরসাইকেল চালক বাদশা মোল্যা (৪৫) ও আরোহী একই গ্রামের ছবুর শেখের ছেলে মাদ্রাসা ছাত্র আলীম পরীক্ষার্থী কাফিল শেখ (২৪)। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল থেকে মিঠাপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রলি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।