ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

নড়াইলে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত

এস এম শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি:

 প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩, ০৫:২১ বিকাল  

ছবি সংগৃহীত

নড়াইলের কালিয়ায়‘‘মা ইলিশ রক্ষা করুন,ইলিশ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করুন’’শীর্ষক শ্লোগান নিয়ে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির জন্য কালিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের ইদ্যোগে মাউলী ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মৎস্য অফিসার এইচ এম বদরুজ্জামান ও উপজেলা মৎস্য অফিসার আবু রায়হান, মাউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোজি হক, মাঠ সহায়ক কর্মী আমিনুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গসহ ইউনিয়নের আগত মৎস্য জীবীরা। 

আরও পড়ুনঃ নড়াইলের কালিয়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত

বক্তারা বলেন,সরকার মা ইলিশ রক্ষায় কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ে ইলিশের বংশ বিস্তারের জন্য ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ শিকার করলে পরবর্তি সময়ে ইলিশের সংকট দেখা দিবে। তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সকলকে ইলিশ শিকার থেকে বিরত থাকার আহ্বান জানান।