ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

নড়াইলের কালিয়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত

এস এম শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি:

 প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ০৮:১৪ রাত  

ছবি সংগৃহীত

নড়াইলের কালিয়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পর ২য় পর্যায়ের আওতায় উপজেলা তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের দেবিপুর গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন,কালিয়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা( ভারপ্রাপ্ত) শামীম হোসেন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বৃষ্টি খানম প্রমুখ। উঠান বৈঠকে স্থানীয় ৫০জন গৃহিনীকে নিয়ে বাল্য বিয়ে রোধ, শিক্ষা, স্বাস্থ্য ও স্বাবলম্বী হওয়ার উপর সচেতনতা মূলক আলোচনা করেন।