ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

নড়াইলের লোহাগড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

এস এম শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি:

 প্রকাশিত: অক্টোবর ০৯, ২০২৩, ০৮:৫৩ রাত  

ছবি সংগৃহীত

নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে মোস্তফা কামাল (৫৫) নামে চেক জালিয়াতি মামলায় ১ বছর চার মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। আসামি মোস্তফা কামাল লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই—ধানাইড় গ্রামের মৃত আহম্মদ মোল্যার ছেলে। 

পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার (৯ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। আসামী মোস্তফা কামাল চেক জালিয়াতি মামলার ১বছর চার মাসের সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘদিন পলাতক ছিল।

 নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন মোস্তফা কামাল কে আদালতের মাধ্যমে দুপুরেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে।