ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

নওগাঁয় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সুধী সমাবেশ

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ০৫, ২০২৩, ০৬:৫২ বিকাল  

ছবি সংগৃহীত

জেলায় আজ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও  নওগাঁর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে  সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা থেকে শহরের ঠিকানা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন নওগাঁ- ৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।স্থানীয় সুধী সমাজ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন  হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ হাবিবুর রহমান। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ  নওগাঁ জেলা ইউনিটের সাবেক কমান্ডার হারুন অল রশিদ, নওগাঁ চেম্বার ও কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার  সাধারণ সম্পাদক  ডা. রেজাউল মাহমুদ, জেলা হিন্দু-বৌদ্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শ্রী প্রণব রঞ্জন বসাক প্রমুখ। 

বক্তারা সারাদেশের অভূতপূর্ব উন্নয়নের চিত্র এবং নওগাঁর উন্নয়নের চিত্রগুলো তুলে ধরে বলেন, বিগত ১৫বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার উন্নয়নের ক্ষেত্রে আমূল পরিবর্তন করেছে।  যার ফলে  গোটা বিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও যশ বেড়েছ।  

মতবিনিময় সভায় নওগাঁ পৌরসভাসহ সদর উপজেলার ১২টি  ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার  ব্যক্তিরা উপস্থিত ছিলেন।