ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

ছিনতাই করার আগে মেকআপ করে নিতেন মুক্তা

নিউজ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৩:২৪ দুপুর  

ছবি সংগৃহিত

মিরপুরে ‘তালিকাভুক্ত শীর্ষ নারী ছিনতাইকারী’ গ্রেপ্তার

ঢাকার মিরপুরে এক নারীর মোবাইল ও ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় আরেক নারীকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে ‘তালিকাভুক্ত শীর্ষ নারী ছিনতাইকারী’ বলছে পুলিশ।

মুক্তা বেগম নামের ৪০ বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে। এর আগেও তিনি পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন।

মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, রোববার সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর সেকশনের ওয়াসা ভবনের সামনে শাওন আফরোজ নামের এক নারীর মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় মুক্তাকে ধরে ফেলা হয়।

“মুক্তা ছিনতাই বা চুরি করার উদ্দেশ্যে রাজধানীর কোনো মার্কেট বেছে নেয়। পরে সেখানে গিয়ে সুযোগ মত কোন মেয়ের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। এরপর কৌশলে মোবাইল বা টাকা হাতিয়ে নেয়।”

ওসি বলেন, “মুক্তা বেগম পুলিশকে বলেছেন, তিনি মোবাইল ছিনতাই করা শিখেছেন তার মায়ের কাছে। ছিনতাইয়ে বের হওয়ার আগে তিনি বিউটি পার্লারে গিয়ে সাজগোছ করে নেন। এমনভাবে সাজগোছ করে সে এসব ঘটায়, যে সহজে কারো সন্দেহ হওয়ার কথা নয়।”