উপপরিচালক পদে পদোন্নতি পেলেন আনসার বাহিনীর ২৮ কর্মকর্তা
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৩, ০৪:৩৩ দুপুর
ছবি সংগৃহীত
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৮ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
বিসিএস (আনসার) ক্যাডারের এসব কর্মকর্তা সহকারী পরিচালক থেকে উপ-পরিচালক পদে পদোন্নতি পান। এই পদোন্নতির ফলে তাঁরা এখন জাতীয় বেতন গ্রেড-২০১৫–এর ষষ্ঠ গ্রেডে বেতন–ভাতা পাবেন। এই গ্রেডের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে বাড়তে বাড়তে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত হওয়ার সুযোগ আছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব জোসেফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- আনোয়ার হোসেন সরকার, আনোয়ার হোসেন, আরিফুর রহমান, শাহীদুল ইসলাম, বিউটি আক্তার, শাহজালাল ছোয়াদ, জাহিদুল ইসলাম, ইসমাইল হোসেন, সাদ্দাম হোসেন, সোহাগ হোসেন, আমিনুল ইসলাম, রাশেদুল ইসলাম, মনিরুজ্জামান, মোতালিব হোসেন, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, বাসুদেব ঘোষ, মিজানুর রহমান, ফয়জুল বারী, প্রদীপ চন্দ্র দত্ত, ফরিদা ইয়াসমিন, কাউসার জাহান, সোনিয়া বেগম, এবিএম ফরহাদ, মাজহারুল ইসলাম ভূঁইয়া, নুরুজ্জামান, আরিফুর রহমান ও সোহাগ পারভেজ।