ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি টাঙ্গাইলে

নিউজ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০২:০৫ দুপুর  

ঢাকা ও উত্তরের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে এ কম্পন হয়। এই কম্পনের মাত্রা রিখটার স্কেলে 4.2 মাপা হয়েছিল, এটিকে তুলনামূলকভাবে ছোট ভূমিকম্প হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

 

আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় যে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টাঙ্গাইলে, ঢাকা থেকে প্রায় ৫৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ইউরো-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের মতে, ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়। উল্লেখ্য, এ রিপোর্ট লেখা পর্যন্ত সারাদেশে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

এর আগে  ১৪ আগস্ট রাত ৮.৫০ টার দিকে রাজধানী সহ সারা দেশে রিখটার স্কেলে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।