ঢাকা, শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

অবরোধের মধ্যেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

নিউজ ডেক্স

 প্রকাশিত: নভেম্বর ০৬, ২০২৩, ১১:৪১ দুপুর  

ছবি সংগৃহিত

অবরোধের মধ্যেও আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ রাজধানী শহরটির অবস্থান তৃতীয়।

আরও পড়ুনঃ গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সোমবার সকাল ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য প্রকাশ করে। এ সময় ঢাকার স্কোর ছিল ১৯৪, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।এদিন তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ৪৪০। ৩৭১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার নিয়মিত বায়ুদূষণের সূচক প্রকাশ করে থাকে।

উল্লেখ্য, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০০-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে ধরা হয়।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন