ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে পিরোজপুরে ফসলের ক্ষতি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৩, ১০:০৩ রাত
ছবি সংগৃহিত
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে পিরোজপুরে সকাল থেকে অবিরাম বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ক্ষতি হয়েছে আমন ধানের। এছাড়াও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা কৃষকের। অবিরাম বৃষ্টিতে গাছের গোড়ায় পানি জমে শাক-সব্জিতে পচন ধরার আশঙ্কা রয়েছে।
অপরদিকে জেলার সমুদ্রগামী মাছ ধরার ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে আসার জন্য বলা হয়েছে। জেলার কোথাও কোন সাইক্লোন শেল্টারে বা আশ্রয়কেন্দ্রে কাউকে আশ্রয় নিতে দেখা যায়নি।
আরও পড়ুনঃ বরেন্দ্রের জলবায়ু ক্ষতিগ্রস্ত প্রায় ৬১ হাজার ৮১১টি পরিবার সুপেয় পানি পাবে
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা করা হয়েছিল। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, জেলার সাতটি উপজেলায় ৫৬১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় জেলা শহরসহ সাতটি উপজেলায় আটটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন